Monday, March 11, 2013

কবিতা - বিবেকানন্দের প্রতি - পরিমল কামিলা


বিবেকানন্দের প্রতি

পরিমল কামিলা, (পূর্বমেদিনীপুর)

ওগো জীবনের দূত,ওগো সন্ন্যাসী-
মেটাতে বিশ্বের ক্ষুধা
এনেছ অমৃত সুধা
স্বর্গলোক হতে,
জ্বালিয়া প্রদীপের শিখা
ধরেছ কম্পিত শাখা
অরণ্যের পথে ।
ওগো চেতনার দাতা,ওগো ক্রন্দসী-
গড়িয়া প্রাচ্যের ভূমি
স্নিগ্ধের মায়াজ্বাল বুনি
রেখেছ আকীর্ণ করি,
ভ্রমিয়া শৃঙ্খলহীন
হয়েছ তুমি অতি দীন
অসীম সমুদ্র ভরি ।
ওগো বিবেক দেবতা,ওগো অগ্রণী-
প্রভাত সূর্যের মতো
আঁধার হরিয়াছ যত
তামস পৃথিবীর,
অনন্ত চিন্ময় ধারা
অঙ্কিত করিয়াছে ধরা
তুলিয়াছে শির ।
ওগো তরুনের বল,ওগো ব্রহ্মঙ্গানী-
আজ নবীন তরুনের দিশা
খোঁজে তোমা মিটিবারে তৃষা
সাগর মাঝেতে,
রেখো হাত জীবনের দরে
চেতনায় জাগ্রত করে
সকাল-সাঁঝেতে ।

Tuesday, March 5, 2013

Chandan Bhattacharya: Kobita-1

প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠুক দিকে দিকে
চন্দন ভট্টাচার্য


এ আমরা কোথায় আছি! কোন যুগে করছি বাস!
এতো মধ্য যুগীয় বর্ব্বরতাকে হার মানায়।
মানুষ যখন পৃথিবীতে জন্মালো তখন নর-নারীগন উলঙ্গ হয়ে
বনে বনে ঘুরে বেড়াত কারন মানুষ তখন ছিল অসভ্য।
সেই সময়ে পুরুষেরা কামের লালসায় নারীর প্রতি কামাসক্ত
হয়ে পাশবিক অত্যাচার চালায়নি। নারীর উদরের তলদেশে
তার যৌনাঙ্গে ধারালো অস্ত্রে ক্ষত বিক্ষত করেনি।
আজ উনবিংশ বিংশ শতাব্দীতে সভ্যতার শিখরে পৌঁছে
আমরা কিনা চরম বর্ব্বর হয়ে গেছি।
এ চরম বর্ব্বরতা কি আমাদের মানায়!
প্রতিবাদ প্রতিরোধ করার সময় এসেছে আজ
সমগ্র দেশবাসীকে হতে হবে এককাট্টা
দামিনীর মতো আর যেনো কোন নারী নির্মম নিষ্ঠুর
পৈশাচিক পুরুষের পাশবিক অত্যাচারের শিকার না হয়
সমগ্র দেশের নারীজাতি যেন স্বাধীনভাবে নির্ভয়ে
চলাফেরা করতে পারে।
এই হোক আমাদের সবার চরমতম প্রতিজ্ঞা
(তাই)প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠুক দিকে ।