Tuesday, September 2, 2014

Sahasika Arunima Roy, A poem by Kishore Kumar Biswas

সাহসিকা অরুণিমা রায়
কিশোর কুমার বিশ্বাস (৯৮৮৩১৩৯০৭৮)

তুই ভয় পাস্ না
শুধু একবার! এক নজর দেখে যা!
       আমার পুত্রের বয়স এখন সতের
পাঁচফুট দশ-ইঞ্চি লম্বা,ফর্সা,
তোর মতই সুপুরুষ - সুন্দর
খুশির আলোয় ভরেছে - আমার ঘর।
ও এবার, বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেছে
তোকে ছাড়া, এই সুখবর! আর কাকে বলব- বল?
ওর যে - এমন চমকানো ফলাফল।
     ও আজ প্রথম, সেলুন থেকে দাড়ি কাটিয়ে
বাড়ি ফিরে এলো, চান করে ভক্তি ভরে-
তোর - স্বর্গীয়, কাল্পনিক ছবিতে পুজো দেবে 
পিতৃধ্যান- ঈশ্বরজ্ঞান, কাল্পনিক অশ্রুবর্ষণ। 
    তবু তুই ভয় করবি না -
শুধু একবার এসে - এক নজর দেখে যা।
পুত্রের নাম রেখেছি  ব্রহ্মানন্দ ব্রহ্ম!
আর আমি! এখন শ্রীমতী অরুণিমা ব্রহ্ম,
তুই এলে - তোকে একটা প্রণাম করব!
অতএব! ভয় পাস্ না -
শুধু একবার - এক নজর দেখে যা।
কাউকে ক্ষতি না করে 
পরনিন্দা পরচর্চা ছেড়ে, বাঁচার প্রয়োজনে ভালোবেসে
অযথা  মরে না গিয়ে, বেঁচে থেকে 
জাগতিক অবৈজ্ঞানিক পাপ করলে -
মানবিক কৃতজ্ঞতা বোধ থাকলে 
সে পাপ  - পাপ নয়, অমৃত হয় -
ইতি তোর সাহসিকা অরুণিমা রায়
আয়! শুধু - একবার আয়!